ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘পতিত স্বৈরাচারের দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা চাইছে দেশকে অরাজক পরিস্থিতির মুখে ঠেলে দিতে। তাই দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন। সবাইকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। প্রতিহত করতে হবে তাদের যেকোনো ষড়যন্ত্র।’ রবিবার সন্ধ্যায় যাত্রাবাড়ীতে সামাজিক সংগঠন দেশপ্রেমিক নাগরিক ফোরামের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে নাগরিক ফোরামের সভাপতি এস রহমান টিপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আদর্শ পঞ্চায়েত সরদার হাফেজ মাও. মো. তাজউদ্দিন, তারিকুল ইসলাম তারেক, শাকিল মোল্লা, শাহাদাত হোসেন রুবেল, দীন ইসলাম প্রমুখ। নবীউল্লাহ নবী আরও বলেন, ‘স্বৈরাচার হাসিনার সময় ধর্মপ্রাণ মানুষ ঠিক মতো ধর্মকর্ম করতে পারেনি। ইসলামী মাহফিলে বাধা ও আলেমদের আটক করে কারাগারে রাখাসহ নানা বিধি-নিষেধ চাপিয়ে দেওয়া হয়েছিল। সেই আওয়ামী ফ্যাসিস্টরা যাতে আর মাথা চাড়া দিতে না পারে- সে বিষয়ে আমরা সতর্ক থাকব।’