ঈদের মৌসুমে মধ্যবিত্তের পোশাক মানেই চাঁদনী চক, নিউমার্কেট। তিল ধারণের জায়গা নেই এসব মার্কেটে। নারীদের পোশাক থেকে শুরু করে স্বর্ণালংকারসহ সব রকমের জিনিসপত্রের কারণে ভিড় লেগে থাকে বেশি। প্র্রতিবারের মতো দেশি-বিদেশি ঈদ পণ্য নিয়ে বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন। ছোট বড় সবার পোশাক রয়েছে নিউমার্কেট চাঁদনী চকজুড়ে। গতকাল এসব মার্কেট ঘুরে দেখা গেছে, মেয়ে শিশু থেকে শুরু করে তরুণী কিংবা বয়স্ক সবাই ঈদ কেনাকাটা করছেন। বেশির ভাগ ক্রেতার দুই হাতে দেখা গেছে শপিং ব্যাগ। কেউ কিনেছেন নিজেদের জন্য, কেউ স্বজনদের জন্য। জুতা ও জুয়েলারির দোকানেও ভিড় দেখা গেছে। মগবাজার থেকে ঈদের কেনাকাটা করতে আসেন নার্স আমেনা বেগম। তিনি বলেন, এখানে সবসময় আসি। আমাদের ডিউটি থাকে সমসময়ই। তারপরও সময় করে এসেছি। এখানে ভিন্ন ধরনের কিছু পোশাক কিনতে পারি। তবে আমার পছন্দ ভারতীয় শাড়ি। শপিং করতে এসেছেন রুবেল রহমান। তিনি বলেন, আজ স্ত্রীকে নিয়ে এসেছি ঈদের শপিং করতে। আমি পেশায় একটি গার্মেন্টের সুপারভাইজর। গরমের মধ্যে সন্ধ্যায় এসেছি।
অনেক পোশাকে নতুনত্ব এনেছে। তবে দামটা একটু বেশি। গতবারের চেয়ে এবার সবকিছুতেই দাম ৫০০ টাকা বেশি চাচ্ছে। বিক্রেতারা জানান, দাম বেশি হওয়ার কারণ এবার আমদানিতে একটু সমস্যা হয়েছে।
ফলে প্রভাব পড়েছে পোশাকের দামে। তবে মানুষ আসছে। বেশি দামে কিনতে হয় বলে পোশাকের দাম কম রাখতে পারেন না বলে জানান বিক্রেতারা।