সেবা রপ্তানির নামে ইনকামিং ও আউটগোয়িং কলের ৮৬৮ কোটি ২৮ লাখ টাকা পাচার হয়েছে। এসব ঘটনায় পৃথক মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব জানান।
তিনি বলেন, শিগগিরই এই দুই চার্জশিট আদালতে দাখিল করা হবে। চার্জশিটে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।
প্রথম চার্জশিটের আসামিরা হলেন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদার।
আর দ্বিতীয় চার্জশিটের আসামিরা হলেন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসেল মির্জা এবং চেয়ারম্যান এম বদিউজ্জামান। অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার পাচার করা হয়েছে।