বাংলাদেশের রাজনীতির টালমাটাল অবস্থা প্রসঙ্গে নিউইয়র্কে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেছেন, বাংলাদেশের ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। আর এ আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। আমি তাঁর আহ্বানের প্রতিধ্বনি ঘটিয়ে বলতে চাচ্ছি, সবার আগে পার্লামেন্ট নির্বাচন চাই। পরে নির্বাচিত জাতীয় সংসদ কর্তৃক সংস্কারের চলমান প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি। অন্যথায় জুলাই-আগস্ট বিপ্লবের প্রত্যাশা মাঠে মারা যেতে পারে। মনে রাখতে হবে নাগরিকরা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই টেকসই হয় না।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অবিলম্বে নির্বাচনের বিকল্প নেই। তাই যারা সংস্কারের ধোয়া তুলে নির্বাচন নিয়ে সময়ক্ষেপণের বাহানা করছেন, তারা মূলত স্বৈরাচারের দোসর বলে মনে হচ্ছে।
নতুন কোনো স্বৈরাচারের আবির্ভাব ঘটুক এটা বাংলার মানুষের মতো প্রবাসীরাও চান না। আমি বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান রাখছি নতুন কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরির আগেই জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণার জন্য।