নটর ডেম ডিবেটিং ক্লাব আয়োজিত ১৩তম ডিবেটার্স লিগ ২০২৫ এবং ৩৬তম ন্যাশনাল ডিবেট প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হয়েছে দেশের শীর্ষস্থানীয় খাতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বসুন্ধরা খাতা। এ প্রতিযোগিতা আগামী ১০ থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে নটর ডেম ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট আহমার আরিফ বিশ্বাস বলেন, বসুন্ধরা খাতা টাইটেল স্পন্সর হিসেবে এ আয়োজনে যুক্ত হয়ে দেশের তরুণ বিতার্কিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করতে সহায়তা করছে। বসুন্ধরা খাতার এ একতা বিতর্কের মাধ্যমে তরুণদের মাঝে সৃজনশীলতা, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং বুদ্ধিবৃত্তিক আলোচনা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি দল একটি ফুটবল ক্লাবের প্রতিনিধিত্ব করবে, যা এবারের আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করবে। এদিকে বসুন্ধরা খাতার সহযোগিতায় অনুষ্ঠিত হবে ৩৬তম ন্যাশনাল ডিবেট প্রতিযোগিতা ২০২৫। এতে উচ্চমাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিতার্কিকরা ব্রিটিশ পার্লামেন্টারি ফরম্যাটে বিতর্কে অংশগ্রহণ করবেন। এ প্রতিযোগিতা ছাড়াও একটি আন্তর্জাতিক সম্পর্কভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।