চট্টগ্রামে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। গতকাল বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহি জামে মসজিদের উত্তর গেটসহ নগরীর বিভিন্ন স্থানে এসব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজায় জায়নবাদী ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হত্যাকান্ডের প্রতিবাদে নগরীর চেরাগি পাহাড়ে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সদস্য রাশিদুল সামিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সম্পাদকমন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য, যুবনেতা জাবেদ চৌধুরী ও ছাত্রনেতা তানভির এলাহী।
একই দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা। শুক্রবার মিরসরাই পৌর সদরের থানা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন হয়ে উপজেলা রোডের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এদিকে আন্দরকিল্লা শাহি জামে মসজিদে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা।