শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতে হাতের শিরা কাটার কথা বলে বলিউড বাদশাহকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
শাহরুখকে হাতের শিরা কাটার কথা বললেন ওয়ামিকা! অ্যাটলির হিট ছবি ‘জওয়ান’-এর পর অ্যাটলি যখন ‘বেবি জন’ প্রযোজনা করেন, তখন সেই ছবির এক অনুষ্ঠানে শাহরুখ খানকে নিয়ে এসেছিলেন। সেখানেই প্রথমবার শাহরুখকে সামনে থেকে দেখেন ওয়ামিকা। অভিনেত্রী জানান, শাহরুখ মাত্র ১৫ মিনিটের জন্য এসেছিলেন। সেটে সবাই তাঁকে ঘিরে ধরেছিল।
ওয়ামিকা তাঁর ভাই হার্দিকের সঙ্গে শাহরুখের ঠিক পিছনে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, শাহরুখের সঙ্গে দেখা হলে কী কথা বলবেন। ওয়ামিকা তাঁর ভাইকে জিজ্ঞাসা করেন, শাহরুখ কথা বলতে এলে কী বলা উচিত। উত্তরে তাঁর ভাই মজা করে বলেন, হাতের শিরা কাটার কথা বলতে!
শাহরুখের প্রতিক্রিয়া
কিছুক্ষণ পরেই শাহরুখ যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ওয়ামিকার সঙ্গে দেখা করতে আসেন। আর তখনই ঘটে সেই অদ্ভুত ঘটনা। ওয়ামিকা শাহরুখকে বলেন, “সত্যিই দারুণ লাগল আপনার সঙ্গে দেখা করে। কিন্তু আমার ভাই বলছিল, আমার হাতের শিরা কেটে ফেলা উচিত। কিন্তু আমি সেটা করব না।”
ওয়ামিকার এমন কথা শুনে সবাই চমকে যান। শাহরুখও কিছু না বলে সেখান থেকে চলে যান। প্রযোজনা সংস্থার সকলে সেদিন ওয়ামিকার কাণ্ড দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল