দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে চাকরি হারিয়ে পাঁচ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের ছয়জন শিক্ষক। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই পুলিশের তত্ত্বাবধায়নে পরিচালিত কলেজটিতে ধারাবাহিক লুটপাট চালিয়েছে একটি মহল। একাধিক তদন্তে এর প্রমাণ মিললেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি পুলিশের তৎকালীন কর্মকর্তারা। জানা গেছে, নানামুখী অনিয়মের বিরুদ্ধে শহীদ পুলিশ স্মৃতি কলেজে অসন্তোষ তৈরি হলে ২০১৮ সালে একটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর। এ সময় একজন কনস্টেবলকে দিয়ে অডিট উপকমিটির শিক্ষক সদস্য মোহাম্মদ এয়াছিন চৌধুরীকে লাঞ্ছিত করা হয়। শিক্ষক লাঞ্ছনার এ ঘটনা তদন্তে তিনজন পুলিশ কর্মকর্তা এবং একজন শিক্ষকের সমন্বয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। এখানে অনিয়ম হলে প্রতিবাদ করায় ছয় শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এয়াছিন চৌধুরী বলেন, ‘নিরপেক্ষ অডিটের জন্য অডিট ফার্মকে সহায়তা করতে চেয়েছিলাম। এ কারণে অর্থ আত্মসাৎকারী চক্র আমার ওপর ক্ষিপ্ত হয়।’
জানা গেছে, অন্যায়ের শিকার শিক্ষকরা চাকরি ফিরে পেতে উচ্চ আদালতের শরণাপন্ন হন। তাদের রিটের পরিপ্রেক্ষিতে আদালত শিক্ষা বোর্ডকে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন। শিক্ষা বোর্ডের তদন্তে ছয় শিক্ষক নির্দোষ প্রমাণিত হন। ২০২৩ সালে এই শিক্ষকদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রভাব খাটিয়ে তাদের যোগদান করতে দেওয়া হয়নি।