গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে যান। কামিশপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল দুপুরে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে সেগুলো যাচাইবাছাই ও নতুন মামলায় আটকাদেশ না থাকায় তাকে বেলা সাড়ে ৩টার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর সংবাদমাধ্যমে কোনো কথা বলতে চাননি অভিনেত্রী। কারাগার থেকে বের হয়ে তিনি স্বজনদের সঙ্গে প্রাইভেট কারে ঢাকার উদ্দেশে রওনা হন। এর আগে গতকাল সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর ভাটারা থানার মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে বিশেষ বিবেচনায় জামিন দেওয়া হয়। শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা থাকলেও গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বিশেষ বিবেচনায় (স্পেশাল পুটআপ) শুনানি নিয়ে ওই আদেশ দেন। জামিন প্রসঙ্গে নুসরাত ফারিয়ার আইনজীবী বলেন, সোমবার ফারিয়াকে জেলহাজতে পাঠানো হয়। পুলিশের প্রতিবেদন দাখিল করা সাপেক্ষে জামিন আবেদন শুনানির জন্য ২২ তারিখ ধার্য করা হয়েছিল। পুলিশ দ্রুততার সহিত সকালেই প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। এর পরিপ্রেক্ষিতে স্পেশাল পুটআপ দিয়ে শুনানি করা হয়। এর আগে গত সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারিয়াকে আটক করা হয়। পরের দিন ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।