সাত দফা দাবি বাস্তবায়নে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। বিদ্যুৎসেবা চালু রেখে আজ এ কর্মসূচি পালন করা হবে। ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) বিভিন্ন পদের কর্মীদের সম্মিলিত মতের ভিত্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) চেয়ারম্যানের অপসারণ, এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ, মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিকদের চাকরি নিয়মিতকরণ, মিথ্যা মামলা প্রত্যাহার, সব হয়রানিমূলক বদলি আদেশ বাতিল।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা বাস্তবায়ন, অন্তর্বর্তী বোর্ড গঠন করে পবিসের কার্যক্রম চালানো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরইবি এবং পবিসের মধ্যে চলমান সংকট নিরসনে গত বছরের জানুয়ারিতে আন্দোলন শুরু করে দেশের ৮০টি পবিস। অন্তর্বর্তী সরকার গত বছরের অক্টোবরে পল্লী বিদ্যুৎ সংস্কারে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কিন্তু গত সাত মাসেও এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ‘এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ’ সিদ্ধান্ত স্বল্পমেয়াদে বাস্তবায়নের যে সিদ্ধান্ত তা পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়েছে।