ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) শনিবার পর্যন্ত মুম্বাইয়ে বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আরও ভারী বৃষ্টির শঙ্কায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
কর্ণাটক উপকূলের পূর্ব-মধ্য আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনার কারণে ২১ থেকে ২৪ মে মহারাষ্ট্রের কিছু অংশে বজ্রপাত এবং ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া বিভাগের কর্মকর্তারা পিটিআইকে এ তথ্য জানিয়েছেন। আবহাওয়া ব্যবস্থাটি দক্ষিণ কোঙ্কন, দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং মুম্বাইসহ মহারাষ্ট্রের কিছু অংশে প্রভাব ফেলতে পারে। ৩০-৪০ কিলোমিটার বা তার বেশি গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাবে।
মঙ্গলবার ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং বজ্রপাতের ফলে মুম্বাই স্থবির হয়ে পড়ে। যার ফলে বন্যা এবং বৃষ্টিপাতজনিত ঘটনা ঘটে।
২০ মে সকাল ৮টা থেকে ২১ মে সকাল ৮টা পর্যন্ত শহরে গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪ মিলি মিটার, পূর্ব শহরতলিতে ২৬ মিলিমিটার এবং পশ্চিম শহরতলিতে ৪০ মিলিমিটার।
প্রাক-বর্ষার বৃষ্টিপাতের ফলে যানজট সৃষ্টি হয়েছে। পশ্চিম ও পূর্ব শহরতলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী আন্ধেরি সাবওয়েতে পানি জমে গেছে। শহরতলির ট্রেন যাত্রীরা দাবি করেছেন, স্থানীয় পরিষেবা কিছুটা বিলম্বের সাথে চলছে। যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের কোনও প্রভাব পড়েনি।
আইএএনএস অনুসারে, মঙ্গলবার শহরে গাছ ভেঙে পড়ায় একটি বাড়ির এক অংশ ধসে পড়ার এবং আগুন লাগার ২৯টি ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/নাজমুল