একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি অনাহার ও চিকিৎসার অভাবে মারা গেছে। যার মধ্যে ৯ জনই শিশু।
ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর মঙ্গলবার জানিয়েছে, বয়স্ক, রোগী এবং শিশুদের মধ্যে মৃত্যুর হার নাটকীয়ভাবে বেড়েছে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার জনসংখ্যাকে দুর্বল ও ক্ষতিগ্রস্থ করার লক্ষ্যে অবরোধ দেয়ায় এই মৃত্যু হার বাড়ছে।
জেনেভা-ভিত্তিক সংস্থাটি জানিয়েছে, এই অবস্থার মধ্যে রয়েছে চলমান ব্যাপক অবরোধের পাশাপাশি ইচ্ছাকৃতভাবে অনাহার, তীব্র দুর্ভোগ এবং চিকিৎসা সেবা থেকে পদ্ধতিগতভাবে বঞ্চনা।
ইউরো-মেড জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শক্তিশালী পর্যবেক্ষণ ব্যবস্থার অভাবের কারণে অসংখ্য মৃত্যুকে প্রাকৃতিক কারণ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। যদিও এগুলি প্রতিরোধ করা যেত।
মানবাধিকার সংস্থার মাঠ কর্মীরা সাম্প্রতিক কয়েক ঘণ্টায় জোরপূর্বক বাস্তুচ্যুত এবং ক্ষুধার্ত অবস্থায় থাকা বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে দুঃখজনক বিবরণ রেকর্ড করেছে।
ইউরো-মেড আরও সতর্ক করে বলেছে, তীব্র বোমাবর্ষণের কারণে চলমান বাস্তুচ্যুতি ক্ষুধা সংকটকে আরও বাড়িয়ে তুলছে। যার ফলে বাসিন্দাদের কাছে যদি টিনজাত খাবারের ন্যূনতম মজুদ থাকে, তাও তারা হারাচ্ছে।
এটি গাজার মানবিক পরিস্থিতিকে বিপর্যয়কর হিসাবে বর্ণনা করেছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল