চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মুকুম তালুকদার বাড়িতে দুই পক্ষের মারামারির জেরে প্রতিপক্ষের হামলায় মানিক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মানিক একই বাড়ির মৃত জামালের ছেলে। মানিক মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দুজনকে আটকও করা হয়েছে।
জানা যায়, মুকুম তালুকদার বাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় সোমবার রাতে মানিক নিহত হয়।