ফুটবল বিশ্বের সর্বকালের সেরা সুপার স্টার কে? এমন প্রশ্নের সঠিক কোনো উত্তর পাওয়া অসম্ভব; পেলে, ম্যারাডোনা, মেসি কিংবা রোনালদোদের মতো তারকা ভক্তদের কাছ থেকে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি দুরন্ত এক ক্যারিয়ার গড়ে চলেছেন তখনো একই আলোচনা। তার ভক্তদের কাছে সর্বকালের সেরা ফুটবল সুপার স্টার তিনি। কেন-ই বা হবেন না, তার রেকর্ডের মধ্যে রয়েছে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকার ট্রফি, ৮টি ব্যালন ডি’অর শিরোপা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি এবং ক্লাব ও আন্তর্জাতিক রেকর্ডের এক বিস্ময়কর সমাহার। তাই ইন্টার মায়ামির এ তারকাকে ১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) আনুষ্ঠানিকভাবে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মনোনীত করেছে। যেখানে তিনি কিংবদন্তি পেলে ও ম্যারাডোনাকে পেছনে ফেলেছেন।
সোমবার আন্তর্জাতিক ফুটবলের পরিসংখ্যান, রেকর্ড ও ইতিহাস সংরক্ষণ বিষয়ক এ সংস্থাটি বর্তমান সময়ের জনপ্রিয়তার সঙ্গে অতীতের পারফরম্যান্সের ভিত্তিতে সর্বকালের সেরা ১০ ফুটবলারের নাম প্রকাশ করে। যেখানে তিনবারের বিশ্বকাপজয়ী (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) পেলেকে দ্বিতীয় ও ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী ম্যারাডোনাকে তৃতীয় স্থানে রেখেছে। এরপর থেকেই ফুটবল বিশ্ব বিতর্কে মুখরিত হয়ে উঠেছে। যদিও শীর্ষে থাকা মেসির দলগত শিরোপার সংখ্যা ৪৬টি। যেখানে পেলের ২৯টি ও ম্যারাডোনার ১১টি দলগত শিরোপা জিতেছেন। এ ছাড়া বর্তমান সময়ের সেরার বিতর্কে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো আছেন চারে।
৫টি ব্যালন ডি’অরজয়ী এ পর্তুগিজ তারকার ক্যারিয়ারে গোল করেছেন ৯০০-এরও বেশি। ৫টি চ্যাস্পিয়নস লিগ শিরোপার পাশাপাশি ২০১৬ সালে পর্তুগালের হয়ে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি। রোনালদো আন্তর্জাতিক ফুটবলে ১৩৬টি ও চ্যাম্পিয়নস লিগে ১৪০টি গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
তালিকার পাঁচে আছেন ডাচ ফুটবলের প্রতিভাবান নাম ইউহান ক্রুইফ। পরের দুটি স্থানে রোনালদো নাজারিও (ব্রাজিল) ও জিনেদিন জিদান (ফ্রান্স)। সেরা দশের বাকি তিনজন হলেন- জার্মানির ডিফেন্সিভ জিনিয়াস ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আর্জেন্টিনা ও স্পেনের হয়ে খেলা আলফ্রেদো ডি স্টেফানো এবং ব্রাজিলিয়ান রোনালদিনহো।