ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ব্যক্তিস্বার্থে সম্মিলিত শিক্ষা আন্দোলনের নাম ব্যবহারসহ নানা অভিযোগ এনে রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর কারিকুলাম কমিটি থেকে দ্রুত অপসারণসহ ৯ দাবি জানিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন। একই সঙ্গে দাবি আদায় না হলে এনসিটিবি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সম্মিলিত শিক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর। লিখিত বক্তব্যে জাহাঙ্গীর কবীর বলেন, সাবেক শিক্ষা উপদেষ্টার সুপারিশে রাখাল রাহা এনসিটিবির পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্যসচিব নিযুক্ত হন।
এরপর এনসিটিবিতে একক আধিপত্য কায়েমের মাধ্যমে পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিতি, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা বইয়ের পেছনে ছাপা, টেন্ডার কেলেঙ্কারি, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানাসহ একের পর এক বিতর্কিত কর্মকা করতে থাকেন। রাখাল রাহা সম্মিলিত শিক্ষা আন্দোলনের শেষ দিকে আমাদের সঙ্গে যুক্ত হলেও তিনি উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করেননি। উপরন্তু তিনি ঐতিহাসিক এ প্ল্যাটফর্ম ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছেন; যা শুধু আমাদের সঙ্গেই নয়, পুরো জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি এনসিটিবি চেয়ারম্যান গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন যে, রাখাল রাহার নেতৃত্বে অভিভাবকরা আন্দোলন করেছেন এবং সে কারণেই শিক্ষাক্রম পরিবর্তন হয়েছে। এনসিটিবি চেয়ারম্যানের দুরভিসন্ধিমূলক এ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং আমরা মনে করছি বিতর্কিত রাখাল রাহাকে জাতির নায়ক বানিয়ে এনসিটিবি তাদের ব্যর্থতা, দুর্নীতি এবং অনিয়ম আড়াল করতেই এ অপকৌশলের আশ্রয় নিয়েছেন। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে রাখাল রাহাকে এনসিটিবির সব কমিটি থেকে অপসারণ করে গণমাধ্যমে বিবৃতি দেওয়া; বিতর্কিত কাউকেই এনসিটিবির পরিমার্জন বা সংস্কার কমিটিতে যুক্ত না করা; সবার ফেসবুক আইডি এবং গ্রুপগুলো ফেরত দেওয়া; পাঠ্যপুস্তক পরিমার্জনে কোন কোন বিশেষজ্ঞ কোন কোন বিষয় পরিমার্জন করেছেন, কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তার দালিলিক প্রমাণ উপস্থাপন করা; পাঠ্যপুস্তক মুদ্রণে এনসিটিবির সিন্ডিকেট কোটি টাকার দুর্নীতি করেছে বলে যে অভিযোগ এসেছে তার তদন্ত করা; অবিলম্বে শিক্ষা কমিশন গঠন করে যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা ইত্যাদি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি কাজী সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, জেসমিন, ডা. রিপা, তানিয়া আক্তার, কামাল হোসেন প্রমুখ।