হাজং জাতি নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি, ধর্ম, সামাজিক রীতিনীতি এবং ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশের উত্তর-পূর্বে সুনামগঞ্জ, সিলেট এবং ময়মনসিংহে বাস করে। সনাতন ধর্মাবলম্বী হলেও হাজংরা অবতারে বিশ্বাসী এবং পৈতা পরিধান করে। বাংলাদেশে বর্তমানে হাজং জনসংখ্যা মাত্র ২০ হাজার। প্রান্তিক এ সম্প্রদায়ের মানুষের বেশির ভাগেরই জমি নেই, নেই উচ্চশিক্ষাও। বেশির ভাগ হাজং পুরুষ ও নারী উভয়ই, দিনমজুর বা খামার শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করেন।
হাজংদের যাপিত জীবনের নানা বিষয় নিয়ে আজ ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে শেষ হচ্ছে সাংবাদিক আসাদুর জামান আসলামের ‘হাজং’ শীর্ষক পাঁচ দিনের আলোকচিত্র প্রদর্শনী। ২২টি আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। আলোকচিত্রে উঠে এসেছে প্রান্তিক এ সম্প্রদায়ের দুঃখ, কষ্ট, বেদনাক্লিষ্ট নানা অধ্যায়। তাদের দৈনন্দিন সংগ্রামী জীবনের নানা বিষয় ও হাজং সম্প্রদায়ের সাংস্কৃতিক উপকরণগুলোও তুলে ধরা হয়েছে প্রদর্শনীর আলোকচিত্রে। গতকাল প্রদর্শনীর চতুর্থ দিনে বিকালে শিল্পানুরাগীরা ভিড় জমিয়েছিলেন প্রদর্শনীর গ্যালারিতে।
কেউ কেউ গভীর মনোযোগের সঙ্গে শিল্পকর্ম পর্যবেক্ষণ আবার শিল্পের সঙ্গে নিজেদের স্মৃতিময় করে রাখতে কেউ কেউ শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে সেলফি তোলায় ব্যস্ত ছিলেন।
বিকালে প্রদর্শনীর গ্যালারি প্রাঙ্গণে কথা হয় রাজধানীর ধানমন্ডি থেকে আগত তরুণী শিল্পানুরাগী তাবাসসুমের সঙ্গে। তিনি বলেন, হাজং সম্প্রদায়ের যাপিত জীবনের বৈচিত্র্যময় সংস্কৃতি থেকে আমরা বঞ্চিত। এমন একটি প্রদর্শনীতে এসে খুবই ভালো লাগছে। আমরা যারা শহুরে জীবনের বাসিন্দা তারা এ ধরনের বৈচিত্র্যময় সংস্কৃতি থেকে একেবারেই বঞ্চিত। বিভিন্ন সম্প্রদায়ের বসতিতে আমাদের এ আবহমান বাংলায় এত সুন্দর সুন্দর উপাদান রয়েছে এ প্রদর্শনীতে না এলে আমি জানতে পারতাম না। এ ধরনের প্রদর্শনী আরও বেশি বেশি হওয়া উচিত বলেই আমি মনে করি।