পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্র যাতে বাংলাদেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করতে দ্বিধায় ভোগে, সেজন্য দেশটি থেকে তুলা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ কটন জিনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাংলাদেশে তুলা চাষের সম্ভাবনা ও গুরুত্ব’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাম্প সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করছে। বাংলাদেশ অবশ্য আগে থেকেই শুল্ক দিয়ে রপ্তানি করছে। যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বাংলাদেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেনি, তবু একটা সংশয় থেকেই যায়। এ পরিস্থিতিতে আমরা যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে তৈরি পোশাক রপ্তানি করব, যাতে বাড়তি শুল্ক আরোপ করতে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগে।