ঢাকার কেরাণীগঞ্জের আটিবাজারসংলগ্ন নয়াবাজার গ্রামে বাড়ির সামনে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। শিশুর স্বজনরা বলছেন, রবিবার রাত পৌনে ১টায় ওই শিশুকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। এরপর ২১২ নম্বর ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। শিশুটির ফুফু বলেন, আমার ভাতিজি নার্সারিতে পড়ে। রবিবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় অভিযুক্ত কিশোর তাকে ফুঁসলিয়ে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তক্ষরণ হলে তার বাবা-মা বিষয়টি জানতে পারেন। তাকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, রাতে ধর্ষণের অভিযোগে অসুস্থ অবস্থায় কেরাণীগঞ্জ থেকে ওই শিশুকে হাসপাতালে আনা হয়। বর্তমানে ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে। বিষয়টি কেরাণীগঞ্জ থানা পুলিশ অবগত আছে।