ফেসবুকে প্রেমের সম্পর্কের জেরে ভোলা থেকে এক কলেজছাত্রীকে খুলনায় এনে যৌন নিপীড়নের অভিযোগে শাওন মন্ডল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তেরখাদার কাকদি এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মন্ডলের ছেলে। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শাওন মন্ডলের সঙ্গে দুই-তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে মুসলিম তরুণী কলেজছাত্রীর (২১) পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক শাওনের সঙ্গে দেখা করতে ১২ মার্চ সকালে বাসযোগে খুলনায় এসে পৌঁছায় ওই তরুণী। মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে তেরখাদা গ্রামের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে কুপ্রস্তাব ও যৌনপীড়ন করে শাওন মন্ডল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শাওন মন্ডলকে মারধর করে থানায় সোপর্দ করেন।