মাদারীপুরে মসজিদে প্রবেশ করে দুই ভাইসহ তিনজনকে হত্যার প্রধান আসামি এবং তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ।
গ্রেপ্তাররা হলেন- হত্যা মামলার প্রধান আসামি হোসেন সরদার (৬০) ও সহযোগী সুমন সরদার (৩৩)। জানা গেছে, গত ৮ মার্চ হোসেন সরদারের নেতৃত্বে তার সহযোগিরা দেশি অস্ত্র নিয়ে সাইফুল সরদারের বাড়িতে হামলা করে। এ সময় সাইফুল ও তার দুই ভাই প্রাণরক্ষায় মসজিদে আশ্রয় নেয়। সেখানে তাদের এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়।