জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আল কোরআনকে বাদ দিয়ে মানব রচিত মতবাদে সমাজ তথা রাষ্ট্র গঠন করা হলে সে সমাজ কিংবা রাষ্ট্রে কোনো দিন শান্তি আসবে না। কারণ মানবতার মুক্তির মহাসনদ হিসেবে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। মাহে রমজানের প্রকৃত শিক্ষা কাজে লাগিয়ে দেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্রে প্রত্যয় গ্রহণ করতে হবে।
নবরূপে ফ্যাসিবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবে না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি গতকাল উখিয়া উপজেলার কোর্ট বাজারের একটি কনভেনশন হলে উখিয়া উপজেলা জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সোলতান আহমদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী চেয়ারম্যান।