বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। সবাই আমাদের প্রশ্ন করে নির্বাচন কবে হবে, কীভাবে হবে। যা মোটেও কাম্য না। গতকাল রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবির মোড়ের একটি হোটেলে রাজশাহী বিভাগের অন্তর্গত জেলাভিত্তিক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি। এখনো ধৈর্যের সঙ্গে সবকিছু অবলোকন করছি। একটি মহল চেষ্টা করছে বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার। কিন্তু বিএনপি সরকারে না থেকেও দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করছি। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন।