নারীদের অধিকার আদায়ে পিছপা না হওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারীদের যোগ্যতা অর্জনের বিকল্প নেই; কারও করুণা নিয়ে বেঁচে থাকা যাবে না। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। নারী কর্মকর্তা-কর্মচারীরা অধিকার আদায়ে এগিয়ে এলে দ্বিগুণ গতিতে আপনাদের জন্য এগিয়ে আসব।
গতকাল সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফরিদা আখতার বলেন, দেশে এবারের আন্তর্জাতিক নারী দিবস শুরু হয়েছে খারাপ কিছু ঘটনার মধ্য দিয়ে। আর এসব ঘটনার মাধ্যমে সরকারকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এবং তা বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। আবার কিছু ক্ষেত্রে সমাজে এখনো নারীদের নিরাপত্তা দেওয়া যায়নি। সমাজে কিছু মানুষের পাশবিকতা, হিংস্রতা বর্ণনা বা নিন্দা করার ভাষা জানা নেই। প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. বেগম শামছুন নাহার আহম্মেদের সভাপতিত্বে বিভিন্ন কর্মকর্তা বক্তব্য রাখেন।