নানা অনিয়ম, অর্থ লেনদেনসহ অসদুপায় অবলম্বনের অভিযোগে গত সাত মাসে কারাগার অধিদপ্তরের ১২ জনকে চাকরিচ্যুত, ছয়জনকে বাধ্যতামূলক অবসর, ৮৪ জনকে সাময়িক বরখাস্ত ও ২৭০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদানসহ ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। নিয়ম ভঙ্গকারী কর্মকর্তা এবং কর্মচারীদের কোনোরূপ ছাড় দেওয়া হচ্ছে না। গতকাল দুপুরে পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এ সময় তিনি জানান, আর্থিক লেনদেন ব্যতীত কারাগারে বন্দিদের তাদের প্রাপ্যতা অনুযায়ী খাবারসহ অন্যান্য সুবিধাদি নিশ্চিতের জন্য জেল সুপার এবং ডিআইজিদের প্রতি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
তিনি জানান, সারা দেশের কারাগারে সব মিলিয়ে ৪২ হাজার ৮৭৭ বন্দির ধারণক্ষমতা রয়েছে। বলেন, গত ৫ আগস্টের পর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে এখনো ৭০০ জন পলাতক আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।