আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের নেতারা। তারা বলেন, ইসলামের পক্ষে একটি ভোটের বাক্স থাকবে। গতকাল রাজধানীর লালবাগে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে নেতারা এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার অতি প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে বলে আশা প্রকাশ করেন তারা।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, কেন্দ্রীয় নেতা মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসীম উদ্দীন, ইসলামী আন্দোলনের মাওলানা সৈয়দ ইসহাক আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন, খেলাফত মজলিস নেতা মাওলানা ফয়সাল আহমদ, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ।