তথ্য সংগ্রহ করার সময় বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধির ওপর হামলা চালিয়েছেন এক চিকিৎসক ও তার বাহিনী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকার বেসরকারি ক্লিনিক ট্রমা সেন্টারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসক মো. হাফিজুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক্স সার্জারি কনসালট্যান্ট এবং সাতক্ষীরা ট্রমা সেন্টারের পরিচালক।
প্রত্যক্ষদর্শী আবদুর রহমান কলেজের প্রভাষক আমিনুর রহমান জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভালুকা চাঁদপুরের বাসিন্দা জুলেখা বেগমকে উন্নত চিকিৎসার কথা বলে ৮ মার্চ রাতে ট্রমা ক্লিনিকে নিয়ে আসে দালালরা। এ নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফরহাদ হোসেনের ওপর হামলা চালানো হয়। ডা. মো. হাফিজউল্লাহর নেতৃত্বে ট্রমা সেন্টারের ম্যানেজার জনিসহ অজ্ঞাত আরও চার-পাঁচজন এ হামলা চালায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ডা. হাফিজুল্লাহ, তার ম্যানেজার জনিসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্ত ডা. হাফিজুল্লাহর অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন পাটকেলঘাটা ও তালা প্রেস ক্লাবের নেতারা।