বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন চলবে। দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনো চলছে। ষড়যন্ত্র থেমে নেই। স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়ে বিদেশে বসে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় তেঘরিয়া ইউনিয়ন যুবদল ও ছাত্রদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, দেশের মানুষ স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার এখনো ফিরে পায়নি। ১৬ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোটের নামে জণগণের সঙ্গে প্রহসন করেছে হাসিনা। এখন সময় এসেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার। তাই কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করুন। জনগণ ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি বেঁচে নেবে।