রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে নতুন আসন বিন্যাসের সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই নতুন এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সভায় এ সিদ্ধান্ত হয়।
আইসিটি সেন্টারের পরিচালক ড. সাইফুল ইসলাম বলেন, খুব শিগগিরই নতুন এডমিট কার্ড শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারবে। পূর্বের এডমিট বাতিল বলে গণ্য হবে। প্রথম পছন্দ অনুসারে সিট প্ল্যান করা হবে। পরীক্ষা পূর্ব নির্ধারিত দিনেই হবে। জানা গেছে, এ বছর ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ শিফটে অনুষ্ঠিত হবে; প্রথম শিফট সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। আর ‘বি’ ইউনিটের পরীক্ষা শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে ১২, ১৯ ও ২৬ এপ্রিল ভর্তি পরীক্ষা দেশের পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বছর ২ লক্ষাধিক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।