বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয়, আগামী জুন-জুলাইয়েই জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে, জনমনে সন্দেহ বাড়বে।
তিনি গতকাল সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র-জনতার অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। আমরা মনে করি এ সরকারই জাতীয় নির্বাচন দেবে। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। তবে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়। রিজভী আরও বলেন, ‘সংস্কার করতে কতদিন সময় লাগে? আর বিভিন্ন কমিশন যে করা হয়েছে, সেই কমিশন রিপোর্ট দিয়েছে। এটা মার্চ মাস। নির্বাচনের জন্য গড়িমসি কেন? আজকে কেউ কেউ বলছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করতে হবে। এসব বলার কারণ তো আমরা বুঝতে পারছি না। গণপরিষদ নির্বাচন হয় যখন একটা দেশ স্বাধীন হয় তখন। যেখানে সংবিধান থাকে না, কোনো ধরনের আইন-কানুনের বিষয় থাকে না। তখন গণপরিষদ হয়।’
‘আমরা বিএনপি পরিবার’ রাজশাহী মহানগর এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির সভাপতি আতিকুর রহমান রুম্মন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।