রমজানকে ঘিরে ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। রোজার নিত্যপণ্যে নির্ধারিত দামের চেয়ে বেশি নিলেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আবার সশরীরে বাজার মনিটরিংয়ে গিয়ে সাবধান করেছেন মুনাফালোভী ব্যবসায়ীদের। ফলে কয়েক দিনের ব্যবধানে ভোজ্য তেল থেকে শুরু কয়ে বেশির ভাগই পণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন ভোক্তারা। তারা বলছেন, সমন্বিত উদ্যোগ নিলে জনগণের কল্যাণে কাজ করা যায়। ব্যবসায়ীরা বলছেন, আগের চেয়ে তেলের সরবরাহ একটু বেড়েছে, দামও কমেছে ২০-৩০ টাকা। আশা করি দ্রুতই বাজার স্বাভাবিক হয়ে যাবে।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, হুঁশিয়ারী দিয়ে আমরা থেমে নেই। নিয়মিত বাজার পরিদর্শন করছি, আজকে চকবাজার পরিদর্শন করেছি। সহনীয় পর্যায়ে নিত্যপণ্যের দাম আনতে চাই। ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, হুঁশিয়ারি ঠিক আছে। হুঁশিয়ারিতে যদি কাজ না হয় তাহলে অ্যাকশন দরকার। যেভাবে হুঁশিয়ার করছে সেভাবে অ্যাকশন নেওয়া দরকার। জেলা প্রশাসক ও মেয়র হুঁশিয়ারির পরের দিন বাজার পরিদর্শনে গেছেন, কিন্তু জরিমানার অঙ্কটা কম- ৫০০-১ হাজার টাকা।
যে দামটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা যদি বাজারে পাওয়া না যায় তাহলে অ্যাকশনে যেতে হবে। কঠোরভাবে বাজার মনিটরিং করার পাশাপাশি গুদামে অভিযান চালাতে হবে।