ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বাবুকে গ্রেপ্তারের জন্য রাতভর অভিযান ও তল্লাশি চালিয়েও হদিস পায়নি যৌথ বাহিনী।
বৃহস্পতিবার রাতে ছাত্র-জনতা খবর পায়, মোস্তাক আহমেদ বাবু কাদিরগঞ্জ নগরভবন এলাকার একটি বহুতল ভবনে নিজের ফ্ল্যাটে উঠেছেন। এরপর ভবনটি ঘেরাও করে পুলিশ, ডিবি পুলিশ, সিআরটি, সেনাবাহিনী এবং র্যাব। তল্লাশির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। ভোররাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভবনটি ঘিরে রেখেছিল।
ভবনের নিরাপত্তা প্রহরীর খাতায় তার নাম ছিল, সিসিক্যামেরার ফুটেজেও তাকে স্ত্রী-সন্তানদের সঙ্গে সিঁড়ি দিয়ে উঠতে দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘ অভিযানেও তাকে পাওয়া যায়নি। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে।