খুলনার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল তারা সার্কিট হাউস এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় তারা ‘ভাত দে নইলে কাজ দে’ ‘ভ্যাট দিবো ট্যাক্স দিবো ইটভাটা বন্ধ কেন’সহ নানা স্লোগান দেয়। পরে শ্রমিকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।
এর আগে ৪ মার্চ তেরখাদায় ছয়টি ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। একই দিন রূপসায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে আরও ২২টি ইটভাটা বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। হাই কোর্টে আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।