রাজশাহী সিটি করপোরেশনের অপসারিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার রেণী এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান এবং মাইশা সামিহা জামানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা কমিশনের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের উপপরিচালক মোজাম্মিল হক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী ও দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন। আবেদনে বলা হয়, খায়রুজ্জামান লিটন এবং ছয়টি সংসদীয় আসনের সাবেক আট এমপির বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, খায়রুজ্জামান লিটন ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ আছে। অভিযোগসংশ্লিষ্ট খায়রুজ্জামান লিটন ও তাঁর স্ত্রী শাহীন আক্তার রেণী দেশ ছেড়ে পলায়ন করে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাঁরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। এজন্য তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী ও দুই মেয়ে এবং রাজশাহীর সাবেক পাঁচ এমপি আত্মগোপনে আছেন। গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক এমপি এনামুল হক, আসাদুজ্জামান আসাদ ও আবুল কালাম আজাদ।