রংপুরে হিযবুত তাওহীদের ইসলাম বিদ্বেষী ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুসলিম উম্মাহর ব্যানারে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ছাত্র মজলিস রংপুরের সভাপতি ইসমাইল হুসাইন, ওলামা পরিষদের নেতা হাফেজ মাওলানা আমজাদ হোসেন, মেডিকেল মোড় জামে মসজিদের খতিব মুফতি আবদুল মোত্তালিব মোল্লাহ, মাওলানা রবিউল ইসলাম প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, হেযবুত তাওহীদ পীরগাছার নাগদাহ ছিদাম গ্রামে ইসলাম বিদ্বেষী কার্যক্রম পরিচালনা করেছে। তারা ইসলামের নামে গ্রামের সহজ-সরল মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। এর প্রতিবাদ করতে গিয়ে হেযবুত তাওহীদের সন্ত্রাসী বাহিনীর হাতে অনেক গ্রামবাসী হামলার শিকার হয়েছে। অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেই সঙ্গে তারা গ্রামবাসীর নামে মিথ্যা মামলা করে হয়রানি করছে।
এ সময় বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ হেযবুত তাওহীদের ইসলাম বিদ্বেষী কার্যক্রম পরিচালনা বন্ধের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সকালে পীরগাছার পারুল ইউনিয়নের নাগদাহ ছিদাম এলাকায় হেযবুত তাওহীদের লোকজনের সঙ্গে স্থানীয় জামায়াত নেতা-কর্মী ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে।