পবিত্র মাহে রমজানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চত্বরে ৫ হাজার মানুষ ইফতার করছেন প্রতিদিন। এ যেন ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য দৃশ্য। ধনী-গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে সমবেত হয়ে ইফতার ভাগাভাগি করেন সবাই। গতকাল বায়তুল মোকাররম মসজিদে দেখা গেছে এমন দৃশ্য। একসঙ্গে এত মানুষের ইফতার আয়োজন করতে পেরে খুশি আয়োজকসহ অংশ নেওয়া সবাই। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের উপপরিচালক আশরাফুজ্জামান বলেন, এখানে প্রতিদিন ৫ হাজার মানুষের ইফতার আয়োজন করা হচ্ছে। এ ইফতারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে অংশ নেন দিনমজুর ও ভিক্ষুক থেকে উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মানুষ। তাদের মধ্যে নেই কোনো ভেদাভেদ।
নেই কোনো বৈষম্য বা হিংসা-বিদ্বেষ। বসার বা খাবারের আলাদা কোনো ব্যবস্থা নেই কারও জন্য। এত মানুষের সঙ্গে বসে ইফতার করতে পেরে যেন তাদের আনন্দের কোনো শেষ নেই। ইফতারকে লক্ষ্য করে জাতীয় মসজিদ এ সময় পরিণত হয় ধনী-গরিবের মিলন মেলায়। যেন এক ভিন্ন আবহের সৃষ্টি হয়।
গতকাল ইফতারে দেখা যায় সাজানো বড় প্লেট ঘিরে ছয়জন করে রোজাদার গোল হয়ে বসে আছেন আবার কেউ লম্বা লাইনে বসে আজানের অপেক্ষায় আছেন। সামনে বড় প্লেটে সাজানো ইফতারসামগ্রী। আপেল, কমলা, কলা, বুট, মুড়ি, পিঁয়াজু, বেগুনিসহ নানা পদের ইফতারসামগ্রী আরও দেখা যায় বায়তুল মোকাররম মসজিদের দোতলায় পূর্ব সাহানে (চত্বরে) এবং মসজিদের দক্ষিণ অংশে তিন ভাগে আয়োজন হচ্ছে প্রায় ৫ হাজার মানুষের ইফতারি।
মুসল্লি কমিটির পক্ষ থেকে আবদুল রতন জানান, মসজিদের পূর্ব সাহানের উত্তর দিকে ইফতারির আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন, দক্ষিণ দিকে ইফতারির আয়োজন করছে বায়তুল মোকাররম মসজিদ মুসল্লি কমিটি এবং মসজিদের দক্ষিণ অংশে ইফতারির আয়োজন করছে তাবলিগ জামাত (শুরায়ে নেজাম)। এখানে সবাই একসঙ্গে মিলেমিশে ইফতার গ্রহণ করে থাকেন। এরা সবাই আল্লাহর মেহমান। আমরা চেষ্টা করছি তাদের সেবা নিশ্চিত করতে।