ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তাঁর স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এসব কথা জানান।
তিনি বলেন, আকাশ কুমার ভৌমিকের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪ কোটি ৯৬ লাখ ১৯৬ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এই সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক আহসানুল কবীর পলাশ।
অপরদিকে পপি রানী ভৌমিক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬৪৯ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এ অপরাধে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে আরেকটি মামলা করা হয়। পপি রানী ভৌমিক মেসার্স প্রভাতী অ্যান্ড কোম্পানি নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানেরও মালিক।