জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার বাইরে একটি জেলা থেকে সরকারি নির্দেশে বাস অধিযাচনের (রিকুইজিশন) ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, এ ধরনের ঘটনা ক্ষমতার অপব্যবহার। এটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেতনার পরিপন্থি। এতে সরকারের পাশাপাশি এনসিপিরও দায় রয়েছে।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, শিক্ষার্থী-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের অভীষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের হাত ধরে গঠিত এনসিপি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক হয়ে উঠতে পারে। বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের ওপর মানুষের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু এই প্রত্যাশা পূরণে দলটিকে ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং বাস অধিযাচনের এই নজিরকে রেড অ্যালার্ট হিসেবে বিবেচনা করতে হবে।