রংপুরের পীরগাছায় হিজবুত তাওহীদের কর্মী-সংগঠকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি আবদুল কুদ্দুস শামীম বাদী হয়ে জামায়াতে ইসলামীর ২৭ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামি করে পীরগাছা থানায় এ মামলা করেন। গতকাল বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী। মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি পীরগাছার পারুল ইউনিয়নের ছিদাম বাজারসংলগ্ন হিজবুত তাওহীদের বিভাগীয় সভাপতি আবদুল কুদ্দুস শামীমের বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনদের নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। স্থানীয় জামায়াতে ইসলামীর সভাপতি নুর আলম অনুষ্ঠানটি বন্ধের জন্য নানাভাবে হুমকি দেন। আবদুল কুদ্দুস শামীম বিষয়টি উপজেলা জামায়াত এবং পুলিশকে অবহিত করলেও পরদিন সকালে জামায়াতের ওয়ার্ড সভাপতি নুর আলমের নেতৃত্বে একটি মিছিল এসে আবদুল কুদ্দুস শামীমসহ আরও চারটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় আবদুল কুদ্দুস শুক্রবার বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করেন। এর আগে ২৫ ফেব্রুয়ারি রাতে হিজবুত তাওহীদের ৩৯ নেতা-কর্মীসহ অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় মসজিদের ইমাম মিজানুর রহমান। হিজবুত তাওহীদের বিভাগীয় সভাপতি আবদুল কুদ্দুস শামীম বলেন, আমাদের সংগঠন সম্পূর্ণ আইন মেনে চলে এবং প্রশাসনকে অবহিত করেই কার্যক্রম পরিচালনা করে।
পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আবদুল কুদ্দুস বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। অপর পক্ষও আরও একটি মামলা করেছে। বিষয়গুলো নিয়ে কাজ করছে পুলিশ।