বিএমডিসি থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করা, শূন্য পদে চিকিৎসক নিয়োগসহ ৫ দফা দাবিতে রংপুরে ক্লাস-পরীক্ষা ও চিকিৎসাসেবা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। গতকাল দুপুরে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজের শত শত শিক্ষার্থী জড়ো হন। এরপর শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। শিক্ষার্থীদের এ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা।
সড়ক অরোধ কর্মসূচিতে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মাহফুজুর রহমান, প্রাইম মেডিকেল কলেজের ডা. আবির আহমেদ, কমিউনিটি মেডিকেল কলেজের ডা. মো. রাশিদ সাবাবসহ অন্যরা।
বক্তারা বলেন, সম্প্রতি বিএমডিসি ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রদান সিদ্ধান্তের কারণে চিকিৎসকদের পেশা ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এটি হলে তৃণমূল পর্যায়ে ম্যাটস শিক্ষার্থীরা নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করবে এবং অনেক সময় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হতে পারে। এতে করে চিকিৎসক সমাজের সুনাম ক্ষুণ্ন হবে এবং পেশার মর্যাদা হারাবে। তাই বিএমডিসি থেকে শুধু এমবিবিএস ওবিডিএস পাস শিক্ষার্থীদের চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন দেবে, অন্য কাউকে নয়। এ সময় তারা বিএমডিসির বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে সমাধানের দাবি জানান।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি থেকে ৫ দফা দাবিতে রংপুরের মেডিকেল কলেজ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা এবং ইন্টার্নরা চিকিৎসাসেবা বন্ধ রেখে আন্দোলন চালাচ্ছেন।