আজ থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে বইয়ের পসরা সাজিয়ে বসবেন না দোকানিরা। মোড়ক উন্মোচন মঞ্চেও থাকবে না নতুন বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন। লেখক, পাঠক ও প্রকাশকদের পদচারণে মুখরিত হবে না বইমেলা প্রাঙ্গণ। লেখক, পাঠক ও প্রকাশকদের এক বছরের অপেক্ষায় রেখে শেষ হলো একুশের শানিত চেতনায় ঋদ্ধ অমর একুশে বইমেলা-২০২৫। গতকাল বইমেলার শেষ দিনেও ছিল পাঠকদের ব্যাপক উপস্থিতি। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল এবারের মেলার শেষ শিশুপ্রহর।
এবারের বইমেলার সারা মাসের বিক্রির বিষয়ে একাধিক প্রকাশক ও বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা হলে তাঁরা জানান, গত কয়েকটি বইমেলা শুরু থেকে জমে উঠলেও এবারের মেলা শুরু থেকে সেভাবে জমেনি।
শেষ দিনে মেলায় নতুন বই এসেছে ৩৩৫টি। এবারের মেলায় মোট নতুন বই এসেছে ৩ হাজার ২৯৯টি। বাংলা একাডেমি জানায় ২৭ দিনে ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার বই বিক্রি করেছে। তবে প্রকাশকদের বিক্রির তথ্য এবার জানাতে পারেনি বাংলা একাডেমি।
সমাপনী অনুষ্ঠান : বিকাল ৫টায় মেলার মূল মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
প্রতিবেদন উপস্থাপন করেন ‘অমর একুশে বইমেলা-২০২৫’-এর সদস্যসচিব ড. সরকার আমিন।