সাংবাদিক ও কলমিস্ট এ বি এম মূসার ৯৪তম ও নারী সাংবাদিক সেতারা মূসার ৮৫তম জন্মদিন উপলক্ষে আজীবন সম্মাননা ও স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করে এ বি এম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন। অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক এমডি আমান উল্লাহকে আজীবন সম্মাননা দেওয়া হয়। ‘সাহিত্য ও সাংবাদিকতার আন্তসম্পর্ক’ শীর্ষক স্মারক বক্তৃতা করেন কালের কণ্ঠের সম্পাদক, কবি ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। সভাপতিত্ব করেন মরিয়ম সুলতানা মূসা রুমা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু প্রমুখ।