বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের অর্থনীতিকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। তিনি বলেন, ‘আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি স্বস্তিদায়ক স্তরে থাকায় অর্থ প্রদানের ভারসাম্য বা ব্যাংকিং খাত থেকে কোনো তাৎক্ষণিক সংকট আসবে- এমনটা আমরা ভাবছি না। আমাদের আমানত বাড়াতে পারলে আমরা ভালো অবস্থানে থাকব। আমরা একটি শক্তিশালী ব্যাংকিং খাত তৈরির জন্য কাজ করছি।’ গতকাল রাজধানীতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের প্রধান এ কথা বলেন। তিনি জানান, ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ নামে একটি নতুন আইন প্রণয়ন করা হচ্ছে যাতে বাংলাদেশ ব্যাংককে একীভূতকরণ ও অধিগ্রহণ, অবসান, পুনঃপুঁজিকরণ এবং সংকটে জর্জরিত ব্যাংকগুলোর একত্রীকরণের মতো সংশোধনমূলক ব্যবস্থা আইনগতভাবে প্রয়োগ করার অনুমতি দেওয়া হয়। তিনি বলেন, ‘এই আইনের অধীনে, যে কোনো ব্যাংকের একীভূতকরণ, অধিগ্রহণ, অবসান বা পুনঃপুঁজিকরণের জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে’।
বাসস