সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ১৪০ কোটি ১৭ লাখ ৮ হাজার ৫০ টাকা অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত। এসব টাকা বিভিন্ন ব্যাংকের ২৭টি হিসাবে জমা রয়েছে। গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন (গালিব) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। আনিসুল হকের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলমান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করা হয়।
দুদকের আবেদনে বলা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন।