নতুন রাজনৈতিক দলে যুক্ত হবে না বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিএনপি না চাইলে দেশে কোনো সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে প্রকাশিত গেজেট ত্রুটিপূর্ণ মন্তব্য করে শরীফ ওসমান হাদী বলেন, জাতীয় শহীদ সেনা দিবসকে ‘গ’ শাখায় অধিভুক্ত করা হয়েছে; যা এর গুরুত্ব কমিয়ে দিয়েছে। এ দিবস ‘ক’ শাখায় অধিভুক্ত করতে হবে; যাতে বাধ্যতামূলকভাবে সব প্রতিষ্ঠান দিবসটি উদ্যা পন করে। বিডিআর হত্যাকা কে বিডিআর বিদ্রোহ না বলার আহ্বান জানান তিনি। দেশ অস্থিতিশীলের চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সারা দেশে চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই নিত্যনৈমিত্তিক হয়ে গেছে। এসব সাধারণ অপরাধীদের কাজ নয়। মূলত একটা বিশেষ শ্রেণি এখানে দেশ অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে অযোগ্যতা ও দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে দাবি করে তিনি বলেন, ‘আমরা কিছুদিন আগেও লাল চুড়ি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেতে চেয়েছিলাম। আমরা জানি না ঠিক কী করলে তিনি পদত্যাগ করবেন। উনি অযোগ্য লোক। এ পদে বসে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের সাহস সক্ষমতা কিছুই তাঁর নেই। এখনো খুনি আওয়ামী লীগ আমলের মন্ত্রীরা যেন আদালতে পিকনিক করতে আসেন। তাঁরা হাসেন খেলেন। অন্যদিকে যারা অভ্যুত্থান করেছেন তাঁরা ভয়ে আছেন। এর দায় কেবল স্বরাষ্ট্র উপদেষ্টাই নয়, প্রত্যেক উপদেষ্টার। আসিফ নজরুল সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছেন অভিযোগ করে তিনি বলেন, ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা সন্ত্রাসীদের আসিফ নজরুল কীভাবে মুক্তি দেন! অথচ জুলাই আন্দোলনের অনেক ব্যক্তির মিথ্যা মামলা কেন প্রত্যাহার হয়নি। আইন উপদেষ্টা কী করতে চান, জাতির কাছে স্পষ্ট করতে হবে। এমন অবস্থা তৈরি করবেন না যেন ড. ইউনূসের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যায়।
বিএনপি না চাইলে দেশে কোনো সংস্কার সম্ভব হবে না মন্তব্য করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, আমাদের ধারণা যে ছয়টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে, বিএনপি না চাইলে এর একটিও করা সম্ভব নয়। জামায়াতের সঙ্গে বিএনপিকে সমঝোতায় এসে নতুন দেশ গঠনের কাজ করতে হবে। নইলে এ অভ্যুত্থান ব্যর্থ হবে। ছাত্র-জনতাকে নিয়ে কমিউনিটি পুলিশ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে যত অপরাধ হচ্ছে তা ঠেকানোর জন্য জরুরি ছাত্র-জনতাকে নিয়ে কমিউনিটি পুলিশিং চালু করা। তাদের ভাতার ব্যবস্থা করার মাধ্যমে এ উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি বিভিন্ন এলাকায় দায়িত্বে অবহেলার জন্য পুলিশকে শাস্তি দিতে হবে। পুলিশকে প্রতি সপ্তাহে এক দিন সব অপরাধ ও তদন্তের সামারি দিতে হবে। ইনকিলাব মঞ্চ নতুন রাজনৈতিক দলে যুক্ত হবে না জানিয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই। তবে জুলাইকে বাঁচিয়ে রাখতে ইনকিলাব মঞ্চ কোনো দলের সঙ্গে যাবে না।