দীর্ঘ ১৭ বছর কারাভোগ শেষে আজ (রবিবার) নিজ এলাকা নেত্রকোনায় যাচ্ছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। তার আগমন ঘিরে জেলায় ব্যাপক প্রস্ততি নিচ্ছে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো। সাজানো হয়েছে নেত্রকোনা। সমর্থকসহ নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ।
নেত্রকোনায় পৌঁছে বিকাল তিনটায় শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জনসভায় বক্তব্য রাখবেন লুৎফুজ্জামান বাবর। জনসভা সফল করতে শুক্রবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের বাসায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
দলটির সূত্র জানায়, নেত্রকোনা পৌঁছে জনসভায় যোগ দিয়ে রাতেই নিজ বাড়ি নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের মদন উপজেলার ভাদেরা গ্রামে যাবেন। সেখানে রাত্রিযাপন শেষে খালিয়াজুরী উপজেলা ও মোহনগঞ্জ উপজেলায় জনসমাবেশে যোগ দিয়ে নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ শেষে ঢাকায় ফিরবেন। তিন দিনের এই সফরে তিনি পুরো জেলার নেতা-কর্মীদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করবেন।