শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা প্রতিনিয়ত টিউশন মিডিয়ার প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা এ ক্ষেত্রে বেশি প্রতারিত হচ্ছেন। টিউশন দেওয়ার আশ্বাস দিয়ে সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুকে প্রলোভনমূলক বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে একটি চক্র অর্থ হাতিয়ে নিচ্ছে। দীর্ঘদিনের অনুসন্ধানে দেখা যায়, নবীন শিক্ষার্থীদের টার্গেট করে এসব চক্র ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ‘টিউশনি পেতে কোনো টাকা লাগবে না, একেবারে ফ্রি রেজিস্ট্রেশন করুন,’ এ ধরনের লোভনীয় পোস্ট দেয়। এর পর তারা শিক্ষার্থীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য ও মোবাইল নম্বর নেয় এবং রেজিস্ট্রেশনের জন্য একটি কোড পাঠায়। অনেকেই না বুঝে ওই কোড দিয়ে দিলে তাদের বিকাশ কিংবা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়ে যায়। এর পর প্রতারকরা শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করতে থাকে কিংবা তাদের পরিচিতজনদের কাছেও টাকা চেয়ে ব্ল্যাকমেল করে। এ ব্যাপারে ভুক্তভোগী ১০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। এদের মধ্যে সাতজনই প্রথম বর্ষের শিক্ষার্থী। টিউশন নিতে গিয়ে সন্ত্রাসীদের খপ্পরে পড়েছেন আমিরুল ইসলাম নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মিডিয়া থেকে টিউশন নিতে গেলে সন্ত্রাসীরা তাকে আটকে অস্ত্রের মুখে ১১ হাজার টাকা আদায় করেছে বলে অভিযোগ করেন আমিরুল। আরও কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে।