ছুটির দিনের সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত গতকাল উৎসবমুখর ছিল অমর একুশে বইমেলার পরিবেশ। বিকাল ৫টার দিকে বৃষ্টির হানা প্রকাশকদের সাজানো বাগান তছনছ করে দেয়। সেই সঙ্গে ঝড়োবাতাস আতঙ্কিত করে তোলে প্রকাশক ও মেলায় আগত মানুষদের। প্রিয় লেখকের পছন্দের বই কিনতে গিয়ে দিগি¦দিক ছোটাছুটি করতে থাকেন দর্শনার্থী ও বইপ্রেমীরা। কেউ আশ্রয় নেন বাংলা একাডেমি প্রাঙ্গণে আর কেউ কেউ আশ্রয় নেন বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল ও প্যাভিলিয়নে। গতকাল অমর একুশে বইমেলার ২২তম দিনটি ছিল লেখক, প্রকাশক ও পাঠকদের মন খারাপের দিন। এদিনের মেলা নিয়ে প্রকাশনা সংস্থা আবিষ্কারের স্বত্বাধিকারী দেলোয়ার হাসান বলেন, সবই ঠিক ছিল। হঠাৎ বৃষ্টির হানা সবকিছু এলোমেলো করে দিল। আমাদের সাজানো বাগানটা তছনছ করে দিল। সূচীপত্র প্রকাশনীর কর্ণধার সাঈদ বারী বলেন, এমন অপ্রত্যাশিত বৃষ্টিতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে কথা হয় মিরপুর থেকে আগত বইপ্রেমী গৃহিণী তানিয়া সুলতানার সঙ্গে। তিনি বলেন, বই কেনার জন্য যেই তালিকাটা নিয়ে এসেছি সেই তালিকা থেকে মাত্র ২-৩টি বই কিনতে পেরেছি। প্রায় ২০টি বইয়ের তালিকা ছিল। আরেক দিন আসার ইচ্ছে আছে। তবে আসতে পারব কি না জানি না।
গতকাল মেলায় নতুন বই এসেছে ১৪৩টি।