আওলাদে রসুল (সা.) শাহসুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানির ৫৮তম খোশরোজ উপলক্ষে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের উদ্যোগে দুস্থদের জন্য ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল মাইজভান্ডার দরবার শরিফে আয়োজিত এ ক্যাম্পে ব্লাড গ্রুপ নির্ণয়সহ নানান রোগের চিকিৎসাসেবা দেন অভিজ্ঞ চিকিৎসকরা। অনুষ্ঠান উদ্বোধন করেন মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশিন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানি। তিনি বলেন, বিত্তবানরা অসহায় বিপন্ন মানুষের দুঃখদুর্দশা লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে গরিবদের দিন ও ভাগ্য বদলে যাবে। মানবিক দায়িত্ব ও মমত্ববোধ থেকে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে বিত্তবানদের। সমাজসেবা ও জনকল্যাণে আত্মোৎসর্গীত হওয়াই অলি বুজুর্গ সাধক মনীষীদের জীবনদর্শন ও শিক্ষা। শাহসুফি মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানিসহ মাইজভান্ডারী মহাত্মাদের শিক্ষাই হচ্ছে মানুষের কল্যাণে আত্মনিবেদিত থাকা। চিকিৎসা প্রদান করেন প্রসূতি ও স্ত্রী রোগ অভিজ্ঞ ডা. আন্জুমান আরা সবুর, ডা. পূজা নন্দী, ডা. মতিউর রহমান, ডা. মেহরাজ হোসেন, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. মো. শাহিনুর রহমান, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. শিপন মিয়া, ডা. নুরুল আনোয়ার হিরণ প্রমুখ।