খুলনা সোনাডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় আল আমিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সেলসম্যান (বিক্রয় প্রতিনিধি) হিসেবে কর্মরত ছিলেন। সোনাডাঙ্গা থানার ওসি জানান, গতকাল মোটরসাইকেলে আল আমিন কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রাথমিকভাবে হত্যাকান্ডে র কারণ সম্পর্কে জানা যায়নি।