রংপুরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প হয়েছে। গতকাল নগরীর শীতল ডায়াগনস্টিক সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। চক্ষুসেবা ক্যাম্পে রংপুর সিএমএইচ ও রংপুর মেডিকেল কলেজের পাঁচজন চক্ষু বিশেষজ্ঞ প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন।
সেই সঙ্গে গুরুত্বপূর্ণ রোগীদের রংপুর সিএমএইচে বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করে সেনাবাহিনী।